Logo

ক্যাম্পাস

তিস্তার পাড়ে অনন্য বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন ঢাবি

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:১২

তিস্তার পাড়ে অনন্য বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন ঢাবি

ছবি : বাংলাদেশের খবর

তিস্তা নদীকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হয়েছে ‘বিআরইউডিএফ IV ৩.০ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’। বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ) এই প্রতিযোগিতার আয়োজন করে।

শনিবার (১৩ ডিসেম্বর) তিস্তা নদীর পাড়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ‘বাঁচাও তিস্তা, বাঁচাও তিস্তা’ প্রতিপাদ্য নিয়ে তিস্তা পানি আন্দোলনকে বেগবান করার প্রত্যয়ে এই আয়োজন করা হয়। দেশের ৩২টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ও বিচারকরা এতে অংশ নেন।

প্রতিযোগিতার প্রাথমিক পর্ব শুক্রবার বেরোবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সেরা আট দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। দ্বিতীয় দিনে বিতার্কিকরা তিস্তা নদীর পাড় সরজমিনে পরিদর্শন করেন এবং নদীসংলগ্ন মানুষের জীবনযাত্রা প্রত্যক্ষ করেন।

চূড়ান্ত বিতর্কে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও রাজশাহী ইউনিভার্সিটি ডিবেট ফোরাম মুখোমুখি হয়। ১১ সদস্যের বিচারক প্যানেলের সিদ্ধান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিতর্ক করেন জুবায়ের হোসেন শাহেদ, রিদওয়ান মুহসিন ও জুলকার নাঈন। রাজশাহী বিশ্ববিদ্যালয় দলে ছিলেন মো. নবাঈদ ইসলাম, মো. সায়েদ হোসেন প্রধান ও জারিফাহ জিন্নাত উসরা।

ব্যক্তিগত কৃতিত্বে জুবায়ের হোসেন শাহেদ টুর্নামেন্টের সেরা বিতার্কিক এবং রিদওয়ান মুহসিন ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। মুখ্য আলোচক ছিলেন সাবেক উপমন্ত্রী ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

আলোচক হিসেবে বক্তব্য দেন নদী গবেষক ও বেরোবির বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহা. সরফরাজ বান্দা এবং ইএসডিওর প্রধান নির্বাহী ড. মুহাম্মদ শহিদ উজ জামান।

ইস্পাহানী টি লিমিটেডের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র ডিভিশনাল ম্যানেজার মো. শাহাদাত হোসেন।

বিআরইউডিএফের সভাপতি মো. রিশাদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠান শেষ হয়। তিনি বলেন, ‘এই বিতর্ক প্রতিযোগিতা কেবল ট্রফির জন্য নয়; এটি একটি নদী, একটি জনপদ এবং ন্যায্য অধিকারের পক্ষে বুদ্ধিবৃত্তিক আন্দোলন।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর