Logo

ক্যাম্পাস

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে গবিসাসের পুষ্পস্তবক অর্পণ

Icon

গবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:১৫

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে গবিসাসের পুষ্পস্তবক অর্পণ

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সংগঠনের সদস্যরা শহীদদের বেদিতে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন।

২০১৩ সালে যাত্রা শুরু করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। গঠনতন্ত্র অনুযায়ী, ১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে চলতি বছরের কার্যকরী কমিটির সবশেষ কার্যক্রম পালন করা হয়। একই দিন কমিটিও ভেঙে দেওয়া হয়।

শ্রদ্ধা নিবেদনের পর গবিসাস সভাপতি সানজিদা জান্নাত পিংকি বলেন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই স্বাধীনতার লড়াই সংঘটিত হয়, যার ফলাফল ১৬ ডিসেম্বর। পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে তাদের স্মরণ করে থাকি। স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার লড়াই আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে অব্যাহত থাকবে।

এ সময় গবিসাসের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার সাভার প্রতিনিধি মো. রিফাত মেহেদী, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষানবিশ সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

শরিফুল ইসলাম রিফাত/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর