Logo

ক্যাম্পাস

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে গকসুর শ্রদ্ধা

Icon

গবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ২০:৪৮

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে গকসুর শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গকসুর নেতৃবৃন্দ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে গকসুর সহসভাপতি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ছাত্র সংসদ নির্বাচনের পর এটি গকসুর প্রথম বিজয় দিবস। স্বাধীনতার গুরুত্ব আগেও অনুভব করেছেন উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের প্রেক্ষাপটে এসে সেই উপলব্ধি আরও গভীর হয়েছে। এ বছরের সংগ্রাম নিজ চোখে দেখার অভিজ্ঞতা স্বাধীনতার মূল্য ও তাৎপর্যকে আরও স্পষ্ট করেছে। শিক্ষার্থীদের মাঝে এই চেতনা ছড়িয়ে দিতেই আজকের কর্মসূচি আয়োজন করা হয়েছে।

গকসুর সাধারণ সম্পাদক মো. রায়হান খান বলেন, বিজয় দিবস সকল শিক্ষার্থীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ ও আত্মোৎসর্গের বিনিময়েই আমরা আজ স্বাধীন দেশ ও বিজয়ের এই দিনটি পেয়েছি। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই গকসু জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা যেন শিক্ষার্থীদের মননে ও কর্মে প্রতিফলিত হয়। সেই লক্ষ্যেই শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন।

এ সময় গকসুর সহসাধারণ সম্পাদক সামিউল ইসলাম, কোষাধ্যক্ষ খন্দকার আব্দুর রহিমসহ গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শরিফুল ইসলাম রিফাত/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর