Logo

ক্যাম্পাস

মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর মন্তব্য, ডিআইইউর কঠোর পদক্ষেপ

Icon

ডিআইইউ প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৯:১০

মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর মন্তব্য, ডিআইইউর কঠোর পদক্ষেপ

ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে অবমাননাকর ও কটুক্তিমূলক মন্তব্য করার অভিযোগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.)–কে নিয়ে দেওয়া মন্তব্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ডি–৯৭ ব্যাচের একজন। অভিযোগ অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মন্তব্য অংশে তিনি ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর বক্তব্য প্রদান করেন।

বিষয়টি প্রকাশ হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা অভিযুক্ত শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং দৃষ্টান্তমূলক আইনগত বিচার দাবি করেন।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর