Logo

ক্যাম্পাস

হাদির মৃত্যুতে পবিপ্রবি উপাচার্যের শোকবার্তা

Icon

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৯:১৯

হাদির মৃত্যুতে পবিপ্রবি উপাচার্যের শোকবার্তা

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ৩টায় এক শোকবার্তায় তিনি বলেন, ‘সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে তার এই অকাল প্রয়াণ কোনো সাধারণ প্রাণহানি নয়; বরং এটি আওয়ামী ফ্যাসিবাদ ও পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকা এক সাহসী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা। তার মৃত্যু দেশের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরিসরে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে— যা সহজে পূরণ হওয়ার নয়।’

উপাচার্য বলেন, ‘শরিফ ওসমান হাদি ছিলেন অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে আপসহীন এক নির্ভীক কণ্ঠস্বর। জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি যে সাহস, দৃঢ়তা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন— তা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অভ্যুত্থান-পরবর্তী সময়েও ন্যায়, অধিকার ও গণতন্ত্রের পক্ষে তার অবিচল অবস্থান তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘ইতিহাস সাক্ষ্য দেয়, কিছু মানুষ কখনো সত্যিকার অর্থে মরেন না; তারা রক্ত, স্বপ্ন ও বিপ্লব হয়ে ভবিষ্যতের ভেতর বেঁচে থাকেন। এই শপথ জুলাইয়ের প্রতিটি সন্তানের— এই দেশ আর ভয় পাবে না। শহীদ হাদি, আপনি আছেন, থাকবেন— ইনসাফের পথে, সাহসের কণ্ঠে, জুলাইয়ের শপথে।’

তিনি ওসমান হাদির শোকসন্তপ্ত স্ত্রী, পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুম শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনা করছি এবং ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান আল্লাহ তায়ালা শহীদ হিসেবে কবুল করুন— এই প্রার্থনা জানাচ্ছি। একই সঙ্গে তার শোকসন্তপ্ত স্ত্রী, পরিবার-পরিজন, সহযোদ্ধা, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা তাদের সবাইকে এই অপার শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।’

প্রসঙ্গত, গুলিবিদ্ধ হয়ে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মুশতাক আহমেদ/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর