ওসমান হাদির মৃত্যুতে হাবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১৩:০২
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্লাহ।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে পাঠানো এক শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্লাহ মরহুম শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় উপাচার্য বলেন, ‘জুলাই বিপ্লবের অগ্রসেনানী ও আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শরিফ ওসমান হাদীর এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে নিরপেক্ষ বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। গণতান্ত্রিক ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে ওসমান হাদীর এই আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে শহীদ হিসেবে এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন।’
তালহা হাসান/এনএ

