ডিআইইউ’র নবম সমাবর্তন কবে? জানালেন উপাচার্য
তানজিল কাজী, ডিআইইউ প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নবম সমাবর্তন কবে হতে পারে এ বিষয় মুখ খুলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের জুলাই–আগস্ট মাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
ডিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. জাহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের যে অপেক্ষা ও প্রত্যাশা ছিল, নবম সমাবর্তনের মাধ্যমে তার অবসান ঘটতে যাচ্ছে। সমাবর্তন শিক্ষার্থীদের জীবনের একটি স্মরণীয় অধ্যায়। এটি শুধু সনদ গ্রহণের আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষাজীবনের সমাপ্তি ও নতুন জীবনের সূচনার প্রতীক।
উপাচার্য আরও বলেন, ‘আগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সমাবর্তন মাঠ না থাকায় অন্য ভেন্যুতে অনুষ্ঠান আয়োজন করতে হতো। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ও প্রয়োজনীয় অবকাঠামো থাকায় এবার শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে ডিআইইউ ক্যাম্পাসেই ৯ম সমাবর্তন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)- চেয়ারম্যান এর সঙ্গে একাধিক বৈঠকও সম্পন্ন হয়েছে।’
সমাবর্তন প্রসঙ্গে শিক্ষার্থীদের অনুভূতি তুলে ধরে তিনি বলেন, ‘অনেক শিক্ষার্থী চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে দ্রুত সনদের প্রয়োজন অনুভব করেন। যদিও বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক সনদ দেওয়া হয়, তবুও সমাবর্তনের আনুষ্ঠানিক সনদ গ্রহণের অনুভূতি আলাদা।’
শিক্ষার্থীরা জানান, একাডেমিক পড়াশোনা শেষ করে নতুন ভাবে কর্মমুখী হয়ে পড়ি। দীর্ঘদিন পর পুরোনো বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে পুনর্মিলন এই আয়োজনকে আরও আনন্দঘন করে তুলবে আমাদের।
উল্লেখ্য, ২০২৪ সালে আগষ্ট মাসে ৮ম সমাবর্তন হওয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সমাবর্তন অনুষ্ঠানটি স্থগিত করে। চলতি বছরের ২৮ জানুয়ারি মিরপুরের পিএসসি কনভেনশন হলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নতুন বছরের ৯ম সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
তানজিল/এসএসকে/

