জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটে ছাত্রদের জন্য ২৩৩টি এবং ছাত্রীদের জন্য ২৩৩টি আসনের বিপরীতে মোট ৪৭ হাজার ৪৯৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ছাত্র আবেদনকারী ২০ হাজার ৪০১ জন এবং ছাত্রী আবেদনকারী ২৭ হাজার ৯৭ জন। আজ ছয়টি শিফটে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পুরাতন কলা ভবন ও কলা ও মানবিকী অনুষদের নতুন ভবনে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার এবং প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘একাধিক পরীক্ষা কক্ষ ঘুরে দেখেছি, শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে ঢাকা থেকে ক্যাম্পাসে দু’ঘণ্টা পর পর অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকুস), সেনাবাহিনী, পুলিশ, প্রক্টরের নেতৃত্বাধীন শৃঙ্খলা কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিস সমন্বিতভাবে কাজ করছে। এর ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারছে।’
ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ পরবর্তী পরীক্ষাগুলোতেও বজায় থাকবে।
এদিকে আগামীকাল ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে ছাত্রদের ১৬৩টি এবং ছাত্রীদের ১৬৩টি আসনের বিপরীতে ছাত্র ৮ হাজার ৮০১ জন এবং ছাত্রী ১১ হাজার ৭৮৪ জনসহ মোট ২০ হাজার ৫৮৫ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।
আমানউল্লাহ খান/এসএসকে/

