গোবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন মঙ্গলবার
গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ২১:৪৫
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস) এর কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ এর নির্বাচন। গোবিপ্রবি প্রশাসনিক ভবনের ১০১ নং কক্ষে (গোবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসে) নির্বাচন কার্যক্রম পরিচালিত হবে।
নির্বাচন কমিশন স্বাক্ষরিত তফসিল থেকে জানা যায়, মনোনয়ন ফরম বিতরণ করা হয় ১৭ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরবর্তীতে ১৮ ডিসেম্বর মনোনয়ন ফরম সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে জমা নেয়া হয় এবং একই দিনে মনোনয়ন ফরম প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয় দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত। এছাড়াও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ১৮ ডিসেম্বর বিকাল ৫.৩০টায়।
আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল নির্বাচন। তফসিল থেকে আরও জানা যায়, ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত এবং নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে একই দিন দুপুর ১.২০মিনিটে। নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্যমান নির্ধারণ করা হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী- ৩০০ টাকা, ও অন্যান্য পদপ্রার্থী- ২০০ টাকা।
পাঁচ সদস্য নিয়ে গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে রয়েছেন মানসুরা খানম, সহযোগী অধ্যাপক-আইনবিভাগ এবং অন্যান্য সদস্যরা হলেন, মো. মজনুর রশিদ, সহযোগী অধ্যাপক-সমাজবিজ্ঞান বিভাগ, সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক-গণিত বিভাগ, শাহ মো. জহুরুল ইসলাম, সভাপতি -গোবিপ্রবিসাস এবং মো. রিশাদ হোসেন, সাধারণ সম্পাদক -গোবিপ্রবিসাস।
প্রধান নির্বাচন কমিশনার মানসুরা খানম বলেন, ‘আমরা সবাই জানি গোবিপ্রবি সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে ন্যায় ও সততার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে, আমি দীর্ঘদিন ধরে সাংবাদিক সমিতির নির্বাচনী কার্যক্রমের সাথে যুক্ত আছি এবং এবারও আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আশা করি এবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী গতবছর নির্বাচনে বিজয় লাভ করে (শাহ মো. জহুরুল ইসলাম ) কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৫-২৬ কমিটি গঠনের লক্ষ্যে এ বছর ২৩ডিসেম্বর ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাসেল/এসএসকে/

