Logo

ক্যাম্পাস

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে আবেদন পড়েছে ১ লাখ ৭৮ হাজারের বেশি

Icon

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ২১:৫৪

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে আবেদন পড়েছে ১ লাখ ৭৮ হাজারের বেশি

‎জিএসটি গুচ্ছভুক্ত দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চলমান রয়েছে। আগামী বুধবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

‎সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন ইউনিটে মোট ১ লাখ ৭৮ হাজার ১৬০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম-আহ্বায়ক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কাজী রফিকুল ইসলাম।

‎তিনি জানান, ইউনিটভিত্তিক আবেদনের সংখ্যা অনুযায়ী ‘এ’ ইউনিটে ১,০৬,৫৩৮ জন, ‘বি’ ইউনিটে ৫৭,৪৫৭ জন এবং ‘সি’ ইউনিটে ১৪,৮৬৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

‎এদিকে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ মার্চ, ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে।

মুশতাক/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর