পবিপ্রবিতে ২০২৫ : শিক্ষকদের বিভাজন ও ক্যাম্পাসে অস্থিরতা
মুশতাক আহমেদ
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৪০
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ২০২৫ সাল বিভিন্ন ঘটনা, বিতর্ক ও অস্থিরতায় ভরপুর ছিল। পবিপ্রবি সাংবাদিক সমিতি বছরজুড়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও বাস্তবতার একটি পর্যালোচনা করেছে। শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি শিক্ষকদের গ্রুপিং রাজনীতির প্রভাব ক্যাম্পাস জীবনে অস্থিরতা ও বিভাজন সৃষ্টি করেছে। যা বিশ্ববিদ্যালয়কে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
গত ১২ এপ্রিল পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৪ হাজার শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬২৭ জন অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৩৭৩ জন। এতে উপস্থিতির হার দাঁড়ায় ৬৫ দশমিক ৬৭ শতাংশ।
পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
১৪ এপ্রিল বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জনতা কলেজের পুকুরে গোসল করতে নেমে হুসাইন মোহাম্মদ আশিক নামে ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী পানিতে ডুবে গুরুতর আহত হন। তাকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে, যার পরিপ্রেক্ষিতে পটুয়াখালী সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ড. শামীম আজাদকে ওএসডি করা হয়।
প্রথমবারের গবেষণা উৎসব অনুষ্ঠিত
১৮ মে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো দিনব্যাপী গবেষণা উৎসব অনুষ্ঠিত হয়। ‘রিসার্চ ফর কোস্টাল রেজিলিয়েন্স’ প্রতিপাদ্যে আয়োজিত উৎসবে উপকূলীয় অঞ্চলের সংকট, সম্ভাবনা ও টেকসই উন্নয়নের পরিকল্পনা তুলে ধরা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন।
ছাত্র বিষয়ক উপদেষ্টার মৃত্যু
৩ জুন ভাষা ও যোগাযোগ বিভাগের অধ্যাপক, ছাত্র বিষয়ক উপদেষ্টা ও রিজেন্ট বোর্ড সদস্য ড. মো. জিল্লুর রহমান রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৮ বছর। তিনি দীর্ঘদিন ফুসফুস ক্যান্সার ও নিউমোনিয়ায় ভুগছিলেন।
নারী শিক্ষার্থী হেনস্তার অভিযোগ, অধ্যাপককে অবনমন
নারী শিক্ষার্থীকে হেনস্তা ও যৌন নিপীড়নের অভিযোগে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৯ জুন জারি করা এক অফিস আদেশে ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এ কে এম আব্দুল আহাদকে তিন বছরের জন্য অবনমিত করা হয়। গত বছর এক নারী শিক্ষার্থীর করা অভিযোগের পর তদন্তসাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশে অভিযুক্ত অধ্যাপকের আপিলের সুযোগ রাখা হয়নি।
সাংবাদিক সমিতির প্রশিক্ষণ কর্মশালা
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও পবিপ্রবি সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে দুই মাসব্যাপী ‘ট্রেইনিং প্রোগ্রাম অন জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন’ কর্মশালা সমাপ্ত হয়। ১৯ জুলাই কৃষি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। ৬০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
পশুপালন ডিসিপ্লিন শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান
প্রাণিসম্পদ খাতের বৈষম্য নিরসন ও স্নাতক পর্যায়ে ‘কম্বাইন্ড ডিগ্রি’ চালুর দাবিতে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন। ৩১ জুলাই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন। উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ সভা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ আগস্ট পবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স (আইএসএ) সেল।
পবিপ্রবি উপাচার্যকে কটুক্তি, বাকৃবির অধ্যাপককে ‘ভারসাম্যহীন ও রুচিহীন’ আখ্যা দিয়ে শিক্ষার্থীদের বিবৃতি
পবিপ্রবি উপাচার্যকে নিয়ে কটুক্তির অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পবিপ্রবির অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। এক বিবৃতিতে তারা ওই অধ্যাপককে রুচিহীন, নৈতিকতাহীন ও ভারসাম্যহীন আখ্যা দেন। উল্লেখ্য, গত ৩১ জুলাই পবিপ্রবির উপাচার্য পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ‘কম্বাইন্ড ডিগ্রি’ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করলে ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট অধ্যাপক সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেলেন।
পবিপ্রবিতে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
পবিপ্রবিতে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। বিশ্ববিদ্যালয়ের ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে ১৭ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসে এ অভিযান চালানো হয়। দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর নথিপত্র পর্যালোচনা করা হয়। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
লেবুখালী টোল প্লাজায় পবিপ্রবি শিক্ষার্থীদের ‘অ্যাগ্রি ব্লকেড’
কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা দাবির সমর্থনে এবং ডিপ্লোমাধারীদের দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে পবিপ্রবির শিক্ষার্থীরা ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচি পালন করে। ৩১ আগস্ট লেবুখালী পায়রা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-পটুয়াখালী মহাসড়কে এ কর্মসূচিতে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
৩৪ দিনের ছাত্র আন্দোলন ও একক কম্বাইন্ড ডিগ্রি
পবিপ্রবিতে ৩৪ দিনের ছাত্র আন্দোলনের পর একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এএইচ ও ডিভিএম—দুটি পৃথক ডিগ্রি একীভূত করে ‘বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ’ নামে নতুন কম্বাইন্ড ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। এ সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়।
বাসে অধ্যাপক লাঞ্ছিত, চালক বরখাস্ত
কুয়াকাটা-ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসে বেপরোয়া চালনার প্রতিবাদ করায় পবিপ্রবির এক অধ্যাপক ও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে চালক-হেলপারের মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদে একটি ইউনিক বাস আটকে রেখে দায়ীদের শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। এ ঘটনায় ইউনিক পরিবহন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে এবং অভিযুক্ত চালক মো. জসিম ও হেলপার শাকিলকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে।
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির তিন শিক্ষার্থী
পবিপ্রবির নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের তিন শিক্ষার্থী আবু সাঈদ শুভ, সত্যজিৎ কুণ্ডু ও হাফিজ রায়হান বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেটা রিসার্চ ইনোভেশন সেন্টার (মেট্রিকস)–এর গবেষণার ভিত্তিতে এলসেভিয়ার জার্নালে প্রকাশিত এ তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়।
বিশ্ববিদ্যালয় থেকে লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত
পবিপ্রবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জি. মো. ইউনুছ শরীফের বিরুদ্ধে দুর্গাপূজার অবকাশকালীন সময়ে প্রশাসনের অজ্ঞাতসারে লক্ষাধিক টাকা মূল্যের ৫২০টি টাইলস সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ে। এর আগে প্রায় ৫৩ লাখ টাকা আত্মসাতের মামলায় সাময়িক বহিষ্কার ও কারাবরণ করলেও সাম্প্রতিক ঘটনায় তিনি এখনো স্বপদে বহাল আছেন বলে অভিযোগ রয়েছে।
ছাত্র উপদেষ্টার পদবি নিয়ে শিক্ষকদের বিভাজন
পবিপ্রবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর উপছাত্রবিষয়ক উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম নিজে ছাত্রবিষয়ক উপদেষ্টা হওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকারকে ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনীত করা হলে এ বি এম সাইফুল ইসলাম উপাচার্যকে জামায়াতপন্থী বলে আখ্যায়িত করেন। একপর্যায়ে নিজ পদ থেকে পদত্যাগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আগস্ট মাসজুড়ে ক্যাম্পাসে তীব্র অস্থিরতা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করে।
নামাজের নামে খেলার মাঠে পবিপ্রবির বাস
মাজারে নামাজে যাওয়ার রিকুইজিশনের আড়ালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাস বহিরাগত যাত্রী নিয়ে স্থানীয় খেলাধুলার আয়োজনে ব্যবহারের অভিযোগ ওঠে। ৩ অক্টোবর মির্জাগঞ্জে বাসটি যাওয়ার ঘটনা প্রকাশ পেলে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তোলে।
পবিপ্রবিতে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, নেপথ্যে কর্মকর্তা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আলোচনায় আসে। এতে পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান জুয়েলের বিরুদ্ধে নেপথ্যে জড়িত থাকার অভিযোগ ওঠে। বরিশাল বিভাগের পরীক্ষা কেন্দ্র হিসেবে পবিপ্রবিতে অনুষ্ঠিত ওই পরীক্ষায় অনিয়ম এবং পূর্ববর্তী অবৈধ নিয়োগে সংশ্লিষ্টতার অভিযোগ ঘিরে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়।
মতামতবিহীন মতবিনিময় সভায় ইউজিসি চেয়ারম্যান
পবিপ্রবিতে ১৮ অক্টোবর ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সভায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের কথা থাকলেও কেবল ইউজিসি চেয়ারম্যান ও উপাচার্য বক্তব্য দেন। শিক্ষার্থীদের মত প্রকাশের সুযোগ দেওয়া হয়নি। সভা শুরু হতে বিলম্ব হয় এবং সাংবাদিকদের প্রশ্ন করতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এর আগে ইউজিসি চেয়ারম্যান ক্যাম্পাস পরিদর্শন ও নবনির্মিত জিমনেশিয়াম উদ্বোধন করেন।
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার দায়িত্বে ইবির সঙ্গে পবিপ্রবি
২০২৫-২৬ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত (গুচ্ছ) ভর্তি পরীক্ষার নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) দায়িত্ব পায়। রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এটি পবিপ্রবির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হয়।
নবনির্মিত বাসশেড উদ্বোধনের আগেই ফাটল
পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত নবনির্মিত বাসশেড উদ্বোধনের আগেই ফাটল ও স্ল্যাব ভেঙে পড়ার ঘটনা আলোচনায় আসে। এতে নির্মাণকাজের মান ও প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিয়ে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়।
র্যাগিংয়ের ঘটনায় পবিপ্রবির তিন শিক্ষার্থী বহিষ্কৃত
র্যাগিংয়ের অভিযোগে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৪১তম শৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুযায়ী জারি করা আদেশে র্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব ও সংশ্লিষ্টতার অভিযোগে এক শিক্ষার্থীকে দুই সেমিস্টার এবং অপর দুই শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। এ সিদ্ধান্ত ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে আলোচিত হয়।
পবিপ্রবিতে কর্মকর্তাকে চড়-থাপ্পড়, দুইজনকে পদাবনতি
এক কর্মকর্তাকে চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগে পবিপ্রবিতে দুই কর্মকর্তাকে পদাবনতি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা পৃথক অফিস আদেশে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার (খণ্ডকালীন) মো. লোকমান হোসেন (মিঠু) এবং পরিবহন শাখার সহকারী রেজিস্ট্রার (খণ্ডকালীন) মো. মাহমুদ-আল-জামানকে নিজ নিজ বিভাগে সেকশন অফিসার পদে পদাবনতি করা হয়।
নিয়োগবিধি ও পদোন্নতি দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিরোধ
পবিপ্রবিতে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত সিদ্ধান্তকে কেন্দ্র করে উপাচার্য ও উপউপাচার্যের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে তীব্র বিভক্তি সৃষ্টি হয়। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের সময় এ বিরোধ প্রকাশ্যে আসে। রিজেন্ট বোর্ডের একাধিক সিদ্ধান্ত— বিশেষ করে কয়েকজন শিক্ষকের পদোন্নতি ও নিয়োগ বাতিল, শাস্তিপ্রাপ্ত দুই কর্মকর্তার শাস্তি বহাল এবং নতুন অনুষদের ডিন নিয়োগ ইস্যুকে ঘিরে এ দ্বন্দ্বের সূত্রপাত হয়।
শর্ত পূরণ না হওয়ায় উপউপাচার্যের পক্ষ বিজয় দিবসের কর্মসূচি বর্জন করলে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পাল্টাপাল্টি অভিযোগ, স্লোগান ও বক্তব্যে সংকট আরও ঘনীভূত হয়। উপাচার্যের দাবি, বিধি ও নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়ায় তাকে জিম্মি করে অনৈতিক দাবি তোলা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। অন্যদিকে উপউপাচার্য পক্ষ এসব অভিযোগ আংশিকভাবে অস্বীকার করলেও অভ্যন্তরীণ দ্বন্দ্বে শিক্ষক সমাজ স্পষ্টভাবে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।
এমবি

