ড্যাফোডিল পলিটেকনিকে সৃজনশীলতায় অবদান রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:০৪
উদ্ভাবন ও সৃজনশীলতায় অনন্য অবদান রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত হলো “DPI Innovators & Achievers Program”। গত ২৩ ডিসেম্বর ড্যাফোডিল পলিটেকনিক ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পকে স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা মোট ৬৭টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। এসব প্রকল্প ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটকে প্রতিনিধিত্ব করে বিভিন্ন আন্তঃপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা ও ফেস্ট, পাশাপাশি আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে ৮টি প্রকল্প আঞ্চলিক, বিশ্ববিদ্যালয়ভিত্তিক ও জাতীয় পর্যায়ে বিশেষ সাফল্য অর্জন করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ সেলিম খান, পরিচালক, ইনস্টিটিউট অব ন্যাশনাল অ্যানালিটিক্যাল রিসার্চ অ্যান্ড সার্ভিস (INARS), বিসিএসআইআর। এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ড. এ. কে. এম. ফজলুল হক, ভাইস-চ্যান্সেলর (ডিজিগনেট), ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি; মোঃ আল মাসুদ, ডিএজিএম, ফ্যাক্টরি অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট; জাফর আহমেদ পাটোয়ারী, জেনারেল ম্যানেজার, ড্যাফোডিল কম্পিউটার্স; রথীন্দ্র নাথ দাস, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং কে. এম. পারভেজ ববি, ডেপুটি ডিরেক্টর, বিটিইবি অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনস, ড্যাফোডিল গ্রুপসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের গবেষণা ও প্রকল্পভিত্তিক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার পরামর্শ দেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. সাজ্জাদ শেখ ও জুনায়েদ মোহাম্মদ রাফি তাদের উদ্ভাবনী প্রকল্প ও অর্জনের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের বক্তব্য উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অনুপ্রেরণা সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষে সেরা ৮টি প্রকল্প ও টিমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী ৬৭টি প্রকল্পের ১২৭ জন টিম সদস্যকে সার্টিফিকেট প্রদান করা হয়।
আইএইচ/

