Logo

ক্যাম্পাস

জকসু নির্বাচন

বিকেল সাড়ে ৩টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮

বিকেল সাড়ে ৩টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আজ বিকেল সাড়ে ৩টার মধ্যে সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) জকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে আজ ২৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার মধ্যে সকল শিক্ষার্থীকে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর সকাল থেকে শুরু হবে।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর