Logo

ক্যাম্পাস

জকসু নির্বাচন : ক্যাম্পাসে প্রবেশ করছেন শিক্ষার্থীরা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮

জকসু নির্বাচন : ক্যাম্পাসে প্রবেশ করছেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বাসে করে দূরে থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে দেখা যায়। এদিন সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলার কথা বিকাল ৩টা পর্যন্ত। 

নারায়নগঞ্জ থেকে আসা পরিসংখ্যান বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, প্রথমবারের ভোট দিতে আমও উচ্ছ্বসিত। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে হোক এটাই প্রত্যাশা।

এদিকে ক্যাস্পাস ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুলিশের পাশাপাশি রয়েছে রোভার স্কাউট ও বিএনসিসির সদসরা।

এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৬৫ । নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯ টি কেন্দ্রে ১৭৮ টি বুথে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হবে। ভোটগ্রহণ শেষে ৬টি গণনা মেশিনে হবে ব্যালট গণনা। ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে।

উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এছাড়া একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। 

জেএন/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর