Logo

ক্যাম্পাস

‘জকসু নির্বাচন যেন না হয়’, ছাত্রদলের বিরুদ্ধে হুমকির অভিযোগ শিবির সভাপতির

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪

‘জকসু নির্বাচন যেন না হয়’, ছাত্রদলের বিরুদ্ধে হুমকির অভিযোগ শিবির সভাপতির

বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন যেন না হয়, এজন্য ছাত্রদল শিক্ষার্থীরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম আরও বলেন, ‘নিজেরাই হুমকি দিয়ে ছাত্রদল ভাইয়েরা নির্বাচনের পক্ষে মিছিল করছে। ভিসি কেন নির্বাচন স্থগিত করলেন? তাই আমরা ভিসির পদত্যাগ চাই।’

এর আগে সকাল ৯টায় জরুরি সিন্ডিকেট সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসু নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়। এরপরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচন স্থগিত ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।

জেএন/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদল ছাত্রশিবির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর