জকসু নির্বাচন
শিক্ষক সমিতির সভাপতিকে হেনস্থাকারীদের বিচারের দাবি
জবি প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৭:১৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দীনকে তালাবদ্ধ করে যারা বিক্ষোভ করেছেন, তাঁদের বিচারের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক ও সহ সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসাইন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্টের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের লক্ষ্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দীন দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে নিজের দাবি হিসেবে বিবেচনা করে তিনি কাজ করেছেন। যমুনা আন্দোলন তাঁর নেতৃত্বেই সংগঠিত হয়েছে এবং তাতে সাফল্যও এসেছে। গত এক বছরে বিশ্ববিদ্যালয়ের অর্থবহ ও কাঠামোগত পরিবর্তনে তাঁর অবদান অনস্বীকার্য।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জকসু নির্বাচনের নীতিমালাও অধ্যাপক ড. রইছ উদ্দীনের নেতৃত্বেই প্রণীত হয়েছে। মাত্র দেড় মাসের মধ্যে নীতিমালার খসড়া প্রস্তুত করে তা সিন্ডিকেটে উপস্থাপন করা হয়। পরে সিন্ডিকেটের দুটি কমিটি, ইউজিসির কমিটি এবং সর্বশেষ মন্ত্রণালয়ের কমিটিতে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করে নির্বাচন প্রক্রিয়াকে বর্তমান পর্যায়ে নিয়ে আসা হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, 'জকসু নির্বাচন আমাদের প্রাণের দাবি। শুরু থেকেই আমি এর সঙ্গে ছিলাম। আমরা পাঁচ দিন নিজ খরচে ইউজিসিতে গিয়েছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংশোধনের কাজ করেছি। সেই জকসু নির্বাচন পেছানোর জন্য আমাদের দায়ী করা হলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। অন্যায়ভাবে কাউকে দায়ী করা সহ্য করার মতো নয়।'
তিনি আরও বলেন, আগামী ৬ জানুয়ারিতেই জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। শিক্ষকদের পক্ষ থেকে যতটুকু করণীয় আছে, তার সবটুকুই করা হবে।
এদিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা না নেওয়া হয়-এ বিষয়ে শিক্ষক সমিতির সঙ্গে আলোচনা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব। তবে এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, 'গেটে তালা দেওয়ার ঘটনায় জড়িত কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—এমন কোনো আলোচনা শিক্ষক সমিতির কারও সঙ্গে রাকিবের হয়নি।'
সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির অন্যান্য সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেএন/আইএইচ

