বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পবিপ্রবি জিয়া পরিষদের শোক
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৮:৫৩
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)।
গত রোববার (৩০ ডিসেম্বর) পরিষদের সভাপতি মো. আবু বকর সিদ্দিক ও সেক্রেটারি ড. হাচিব মোহাম্মাদ তুষারের যৌথ স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক জানানো হয়। শোকবার্তায় বলা হয়, দেশের ক্রান্তিলগ্নে নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া যে ভূমিকা রেখেছেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সরকার ও বিরোধী দল— উভয় ভূমিকায় থেকেই তিনি গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রাখেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মুশতাক আহমেদ/এসএসকে

