জকসু নির্বাচন পর্যন্ত শিক্ষক-কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা
জবি প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৯:৫১
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ আগামী ৬ জানুয়ারি। এই নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে কর্মস্থলে উপস্থিতির জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, আগামী ৬ জানুয়ারি ২০২৬ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জকসু নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে আগামী ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। এই সময়ে কোনো ধরনের ছুটির আবেদন না করার জন্য বলা হয়েছে। এ ছাড়া উক্ত তিন দিন বিশ্ববিদ্যালয়ের কোনো ইনস্টিটিউট ও বিভাগের শিক্ষা সফরের সময়সূচি না রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এতে আরও জানানো হয়, সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান ও দপ্তর প্রধানদের এই বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রতিটি বিভাগ ও দপ্তরের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জেএন/আইএইচ

