টাকার অভাবে আটকে গেছে পাবিপ্রবির সাবেক শিক্ষার্থীর চিকিৎসা
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ২০:০৫
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইংরেজি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. আরজ আলী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে জরুরি অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচারের জন্য দেড় লক্ষ টাকার প্রয়োজন হলেও আরজ আলীর পরিবারের সেই সামর্থ্য নেই। টাকা ব্যবস্থা না হলে আরজ আলীর অস্ত্রোপাচার সম্ভব হবে না বলে তার পরিবার জানিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে হঠাৎ তীব্র পেটব্যথায় আক্রান্ত হন মো. আরজ আলী। ব্যথা অসহনীয় হয়ে উঠলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার পেটের ভেতরে নাড়ি ছিঁড়ে গেছে এবং রক্ত জমাট বেঁধে রয়েছে। এই অবস্থায় বিলম্ব না করে জরুরি অস্ত্রোপচার করানো ছাড়া বিকল্প নেই।
চিকিৎসার জন্য আনুমানিক দেড় লক্ষ টাকা প্রয়োজন হলেও তার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। পরিবারটি এতটাই অসচ্ছল যে ওষুধ কেনার সামর্থ্যও তাদের নেই বলে জানা গেছে। অভাবের তাড়নায় পড়াশোনা শেষ করার পর তিনি দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ জানান, ‘মো. আরজ আলী আমাদের বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। তার চিকিৎসা অত্যন্ত জরুরি। আমি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সকল শুভানুধ্যায়ীকে অনুরোধ করছি, সাধ্যমতো আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আপনাদের সহায়তাই তার জীবন বাঁচাতে পারে।’
আরজ আলীকে সহযোগিতা পাঠানো যাবে এই বিকাশ নাম্বারে- 01319571913
আবদুল্লাহ আল মামুন/ এসএসকে

