নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রুদ্র’র সম্পাদনায়
ওসমান হাদিকে নিয়ে স্মৃতিস্মারক গ্রন্থ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৭:৪৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইস্রাফিল আকন্দ রুদ্র’র সম্পাদনায় ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে স্মৃতিস্মারক গ্রন্থ ‘শহীদ ওসমান হাদি : স্মৃতিতে, সাহিত্যে ও সংগ্রামে’। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও চর্চার প্ল্যাটফর্ম ‘টেলস অব জুলাই–জুলাইয়ের কথা’র উদ্যোগে গ্রন্থটি প্রকাশিত হচ্ছে।
ইস্রাফিল আকন্দ রুদ্র নজরুল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত এবং এরই মধ্যে একাধিক গ্রন্থ প্রকাশ করেছেন। ‘টেলস অব জুলাই-জুলাইয়ের কথা’ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান হিসেবেও তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
গ্রন্থ প্রকাশ প্রসঙ্গে ইস্রাফিল আকন্দ রুদ্র বলেন, ‘টেলস অব জুলাই স্বৈরাচার পতনের আগেই প্রতিষ্ঠিত একটি প্ল্যাটফর্ম। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, চর্চা এবং তা প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই জুলাইকে উজ্জীবিত ও জীবন্ত রাখতে নানামুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা বিভিন্ন মহলে প্রশংসা পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই জুলাই-জজবার প্রাণ ছিলেন শহীদ ওসমান হাদি। ব্যক্তিগতভাবে তিনি প্ল্যাটফর্মটির কার্যক্রমে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন এবং নিয়মিত উৎসাহ ও দিকনির্দেশনা দিয়েছেন। তার পরামর্শ ও সহমর্মিতা আমাদের পথচলাকে শক্তিশালী করেছে।’
শরীফ ওসমান হাদির জীবনকে সাহস, ত্যাগ ও আদর্শের অমর প্রতীক হিসেবে উল্লেখ করে রুদ্র বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আপসহীন সংগ্রাম, অদম্য দৃঢ়তা এবং শাহাদাত ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বিশ্বাস করতেন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমেই সমাজের রূপান্তর সম্ভব— এই বিশ্বাসকে ধারণ করেই গ্রন্থটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।’
গ্রন্থটির মাধ্যমে শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে তুলে ধরা হবে বলে জানান আয়োজকেরা। তাদের প্রত্যাশা, এই স্মৃতিস্মারক গ্রন্থ পাঠকদের ন্যায়ের পক্ষে দাঁড়াতে, সাহসী হতে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সচেতন সংগ্রামে উদ্বুদ্ধ করবে।
মো. সাইফুল ইসলাম/এসএসকে/

