বেরোবির আবাসিক হলের সব কক্ষে রাউটার স্থাপন
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১৮:৩৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আবাসিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের ধীরগতির ইন্টারনেট ভোগান্তি লাঘবে প্রতিটি হলে রুমে রুমে ওয়াইফাই রাউটার স্থাপনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ফলে আবাসিক হলগুলোতে দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত হবে।
এর আগে প্রতিটি ফ্লোরের প্রতিটি ব্লকে একটি করে রাউটার থাকলেও তা পর্যাপ্ত ইন্টারনেট সেবা দিতে ব্যর্থ হয়। এতে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, গবেষণা কার্যক্রম, জরুরি ই-মেইল পাঠানোসহ অনলাইন ক্লাসে অংশ নিতে ভোগান্তিতে পড়তে হতো। অনেক সময় বাধ্য হয়ে নিজস্ব মোবাইল ডেটা ব্যবহার করতে হতো শিক্ষার্থীদের। এ কারণে দীর্ঘদিন ধরেই প্রতিটি রুমে রাউটার সংযোগের দাবি জানিয়ে আসছিলেন আবাসিক শিক্ষার্থীরা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে ওয়াই-ফাই সংযোগ চালু করা হয়। ক্যাম্পাস জুড়ে এটি ধাপে ধাপে সম্প্রসারিত হয়। তবে এটি পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লেগেছে এবং ধাপে ধাপে বিভিন্ন হলে সংযোগ দেওয়া হয়।
শহীদ মুখতার ইলাহি হলের আবাসিক শিক্ষার্থী মোকছেদুল মোমিন বলেন, ‘রুমে রুমে রাউটার স্থাপনের মাধ্যমে দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার একটি ভালো সমাধান পেতে যাচ্ছি। এজন্য উপাচার্য মহোদয়কে ধন্যবাদ। তবে আমাদের প্রত্যাশা ছিল স্টারলিংক সংযোগ, যা বর্তমানে সহজলভ্য। আমার জানা মতে, যে পরিমাণ খরচ হচ্ছে, তা দিয়ে পরিকল্পিতভাবে স্টারলিংক সংযোগও সম্ভব ছিল।’
তিনি আরও বলেন, ‘আশা করছি অদূর ভবিষ্যতে প্রশাসন বেরোবিকে আধুনিকতার সঙ্গে এগিয়ে নিতে স্টারলিংক সংযোগের বিষয়টি বিবেচনায় নেবে।’
বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী তারেক হোসেন বলেন, ‘প্রতিটি রুমে ওয়াইফাই রাউটার স্থাপনের উদ্যোগটি নিঃসন্দেহে যুগোপযোগী ও শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ। অতীতে অনলাইন ক্লাস বা শিক্ষামূলক ভিডিও দেখার সময় সংযোগ বিচ্ছিন্ন হওয়া ও বাফারিংয়ের কারণে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়েছে। রুমে রাউটার স্থাপন এই সমস্যাগুলোর একটি কার্যকর ও স্থায়ী সমাধান নিশ্চিত করবে।’
বিজয় ২৪ হলের প্রভোস্ট আমির শরীফ বলেন, ‘আমরা অনেক আগে রাউটার স্থাপন করতে চেয়েছি কিন্তু টেন্ডারের কারণে কিছুটা বিলম্ব হয়েছে আবার অনেক সময় রিটেন্ডারিংও করতে হয়েছে। এবারে আমরা হলের পুরো ওয়ার চেঞ্জ করে দেব কিন্তু কিছু ক্ষেত্রে সব রুমে নতুন রাউটার দেওয়া সম্ভব হবে না। আমি চেষ্টা করছি পরবর্তী সময়ে পুরো হলে যাতে নতুন রাউটারের ব্যবস্থা করা যায়।
এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, ‘আবাসিক হল পরিদর্শনে গেলেই শিক্ষার্থীদের কাছ থেকে ইন্টারনেট দুর্বলতার অভিযোগ পেতাম। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে আমরা প্রতিটি রুমে রাউটার স্থাপনের উদ্যোগ নিয়েছি। এতে আবাসিক শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আশা করছি।’
গাজী আজম হোসেন/এনএ

