Logo

ক্যাম্পাস

পবিপ্রবিতে খালেদা জিয়ার স্মরণে শোকসভা

Icon

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১৯:৫৩

পবিপ্রবিতে খালেদা জিয়ার স্মরণে শোকসভা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জিয়া পরিষদ, ছাত্রদল ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আজ ৫ জানুয়ারি (রোববার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে শোকসভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক মো: জামাল হোসেন, জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

শোকসভা শেষে মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুল কুদ্দুস।

শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে দেশবাসীর সহযোগিতা কামনা করা হয়।

মুশতাক আহমেদ/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর