২১ বছরে প্রথম জকসুর ভোট, নারী ভোটারদের উচ্ছ্বাস
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:১৯
তিন দফা পেছানোর পর আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছবি : বাংলাদেশের খবর
তিন দফা পেছানোর পর আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের মধ্যে দেখা গেছে বাড়তি উৎসাহ ও উচ্ছ্বাস।
তিন দফা নির্বাচন পেছানোর কারণে শিক্ষার্থীদের মাঝে কিছুটা হতাশা কাজ করলেও ভোটের দিন ঘিরে সেই হতাশা কেটে গিয়ে আনন্দে রূপ নিয়েছে।
‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী’ হলের কেন্দ্রে ভোট দিয়ে শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, ‘জকসুই আমার জীবনের প্রথম ভোট। ভোট দিতে পারায় আমি অত্যন্ত আনন্দিত। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। আশা করছি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীই নির্বাচিত হবেন।’
আমেনা খাতুন নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নির্বাচন এটি। ভাবছিলাম যে জকসু হয়তো আর হবে না। অবশেষে বহুল প্রতীক্ষিত জকসু আজ হচ্ছে, আর এ ইতিহাসের সাক্ষী হতে পারায় আমি খুশি।’
‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী’ হলের ভোটকেন্দ্রের প্রধান ড. বুশরা জামান ভোটার উপস্থিতি নিয়ে বলেন, ‘জকসুতে শিক্ষার্থীদের উপস্থিতি মোটামুটি ভালোই। আশা করছি আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।’
জানা যায়, এ নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজর ৫০০ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া একটি হল সংসদে ১ হাজর ২৪২ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। বিকাল সাড়ে ৩টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন এবং সদস্য পদে ৭ জন প্রার্থীর বিপরীতে ৫৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।
ছাত্রী হলে ১৩ পদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৪ জন, পাঠাগার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ৩ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৪ জন এবং ৪টি সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে হল সংসদ।
সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
জকসু নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা চোখে পড়ার মতো। ভোট কেন্দ্রসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন তারা। বহিরাগত প্রবেশ ঠেকাতে রাত থেকেই প্রবেশ গেটে বিশেষ পাহারা বসানো হয়েছে। আজ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিএনসিসি, রোভার স্কাউটস ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। তবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা স্পেশাল কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারছেন।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভের পর পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে এ প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে জগন্নাথ কলেজ থাকাকালে ১৯৮৭ সালে কলেজ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রথম জকসু নির্বাচনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা গেছে। দীর্ঘ সময়ের সংকট কাটিয়ে নতুন দিনের সম্ভাবনায় শিক্ষার্থীরা আশাবাদী।
জেএন/এমবি

