Logo

ক্যাম্পাস

জকসুতে প্রথম ৩ ঘণ্টায় ভোটার উপস্থিতি কম

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১৩:১০

জকসুতে প্রথম ৩ ঘণ্টায় ভোটার উপস্থিতি কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে প্রথম তিন ঘণ্টায় বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোটকেন্দ্র ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আশা করছেন নির্বাচনী কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের কেন্দ্রে গিয়ে জানা যায়, ব্যালট পেপারে স্বাক্ষর নিতে কিছুটা সময় লেগেছে। তিন ঘণ্টায় এ কেন্দ্রে প্রায় ১২০ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রের মোট ভোটার প্রায় ৫০০ জন। অর্থনীতি বিভাগের কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়েছে ১১০টি, যেখানে মোট ভোটার ৪২৪ জন। এছাড়া সমাজকর্ম বিভাগে ৩ ঘণ্টায় ৫১৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৯৭ জন। অধিকাংশ কেন্দ্রের চিত্র এমনই।

এদিকে আইন বিভাগের কেন্দ্রে ভোট পড়েছে ১৯০টি, যেখানে মোট ভোটার ৪৬৫ জন। ভোটার উপস্থিতি নিয়ে আইন বিভাগের রিটার্নিং কর্মকর্তা সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান সাদি বলেন, ভোটগ্রহণ শুরু হওয়ার সময় ভোটার উপস্থিতি কম থাকলেও এখন ধীরে ধীরে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে।

এর আগে আজ কড়া নজরদারিতে ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা প্রবেশ করেন। এরপর সোয়া ৮টার দিকে ক্যাম্পাসে পোলিং এজেন্ট ও প্রার্থীরা প্রবেশ করেন। এছাড়া কড়া নিরাপত্তায় ক্যাম্পাসে পুলিশ, র‌্যাবের ডগ স্কোয়াড, সোয়াট টিমসহ স্বেচ্ছাসেবী হিসেবে বিএনসিসি, রোভার স্কাউটস এবং রেঞ্জার ইউনিটি কাজ করছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৩৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ওএমআর মেশিনে ভোট গণনা শেষে আজ সন্ধ্যায় ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

জান্নাতুন নাইম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর