জকসু নির্বাচন
তিনটার পর ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না ভোটাররা
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১৩:২৫
ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিন সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে বিকাল ৩টার পর ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না ভোটাররা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিনটার পর ভোটকেন্দ্রে ভোট দিতে কেউ প্রবেশ করতে পারবেন না। তবে যারা লাইনে থাকবেন, তাদের ভোট গ্রহণ করা হবে।
এর আগে আজ সকাল ৯টায় ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। একই সঙ্গে কড়া নজরদারিতে ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা প্রবেশ করেন। এরপর সোয়া ৮টার দিকে ক্যাম্পাসে পোলিং এজেন্ট ও প্রার্থীরা প্রবেশ করেন। এছাড়া কড়া নিরাপত্তায় ক্যাম্পাসে পুলিশ, র্যাবের ডগ স্কোয়াড, সোয়াট টিমসহ স্বেচ্ছাসেবী হিসেবে বিএনসিসি, রোভার স্কাউটস এবং রেঞ্জার ইউনিটি কাজ করছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৩৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ওএমআর মেশিনে ভোট গণনা শেষে আজ সন্ধ্যায় ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
জেএন/এমবি

