জকসুর ভোট গ্রহণ শেষ, গণনা কেন্দ্রীয় অডিটোরিয়ামে
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১৬:৪৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন বিভাগ ও হলভিত্তিক কেন্দ্রে ভোটার উপস্থিতিতে মিশ্র চিত্র দেখা গেছে। তবে নির্ধারিত সময় শেষে যেসব কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ছিলেন, তাঁদের ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। পরে সব কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো ভোেট গণনার জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নিয়ে যাওয়া হয়।
এর আগে সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের প্রবেশ নিশ্চিত করা হয়। সকাল সোয়া ৮টার দিকে পোলিং এজেন্ট ও প্রার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। ভোটগ্রহণ ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন ছিল পুলিশ, র্যাবের ডগ স্কোয়াড ও সোয়াট টিম। পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেছে বিএনসিসি, রোভার স্কাউটস ও রেঞ্জার ইউনিট।
এবার প্রথমবারের মতো জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫৭ জন প্রার্থী। পাশাপাশি হল সংসদের ১৩টি পদে লড়ছেন ৩৩ জন প্রার্থী। উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান', ছাত্রশিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য', ছাত্রশক্তি সমর্থিত 'ঐক্যবদ্ধ জবিয়ান' এবং বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এ ছাড়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নেন।
একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এগুলো হলো ছাত্রদল সমর্থিত 'অপরাজিতার অগ্রযাত্রা', ছাত্রশিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' এবং স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গঠিত 'রোকেয়া পরিষদ'।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৬৪৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। হলের শিক্ষার্থীরা হল সংসদের পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দেন।
ভোটগ্রহণ শেষে ছয়টি গণনা মেশিনে ব্যালট গণনা করা হবে। কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফল ঘোষণা করা হবে এবং ভোট গণনার পুরো প্রক্রিয়া এলইডি স্ক্রিনে সরাসরি প্রদর্শন করা হবে।
জেএন/আইএইচ

