Logo

ক্যাম্পাস

জকসুর ৮ কেন্দ্রের ফল, শীর্ষ পদে ৬ ভোটে এগিয়ে শিবির প্রার্থী

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৩১

জকসুর ৮ কেন্দ্রের ফল, শীর্ষ পদে ৬ ভোটে এগিয়ে শিবির প্রার্থী

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলের ভিত্তিতে সহসভাপতি (ভিপি) সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)-এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের ঘোষিত সর্বশেষ মাইক্রোবায়োলজি বিভাগের ফলাফল ঘোষণার মাধ্যমে এ তথ্য জানা যায়।

এই বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮৭ ভোট এবং একেএম রাকিব পেয়েছেন ৪৬ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৫ ভোট, খাদিজাতুল কুবরা পেয়েছেন ৩২ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৮১ ভোেট, তানজিল পেয়েছেন ৪০ ভোট।

ঘোষিত কেন্দ্রগুলোর ফল অনুযায়ী ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮১০ ভোট। অপরদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৮০৪ ভোেট। ফলে মাত্র ৬ ভোটের ব্যবধানে রিয়াজুল ইসলাম এগিয়ে রয়েছেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন মোট ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪২২ ভোট। এ পদে আরিফ উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৭৯৯ ভোট। অপরদিকে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৬৫০ ভোেট। এ পদেও ছাত্রশিবির সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন।

প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষনণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হয়। আজ বুধবার সকাল সাড়ে সাতটায় প্রথম ফল ঘোষণা করা হয়। এখনো ৩১টি কেন্দ্রের ভোট গণনা বাকি রয়েছে।

ফলাফল ঘোষিত অন্যান্য বিভাগগুলো হচ্ছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, ফার্মেসি, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, কম্পিউটার সাইন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স।

জেএন/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্র সংসদ নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর