Logo

ক্যাম্পাস

জকসু নির্বাচনের ১ দিন পার, চলছে ভোট গণনা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৯

জকসু নির্বাচনের ১ দিন পার, চলছে ভোট গণনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার এক দিন পার হলেও এখনো চলছে ভোট গণনা। ইতিমধ্যে কয়েকটি বিভাগের ফল ঘোষণা করা হলেও অধিকাংশ কেন্দ্রের ফল এখনো প্রকাশ হয়নি। 

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিভিন্ন বিভাগ ও হলের ব্যালট গণনার কাজ অব্যাহত রয়েছে। ভোট গণনা শেষ হলে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে জকসু নির্বাচন শুরু হয়ে প্রাথমিকভাবে বিকাল তিনটা পর্যন্ত চলে। এরপর সাড়ে ৩টা পর্যন্ত সময় বাড়ানো হয়। একইসাথে লাইনে দাঁড়িয়ে থাকা সকলের ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। জকসু নির্বাচনের ভোট গণনায় যান্ত্রিক ত্রুটির কারণে ৫ ঘণ্টা স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় প্রথম ফল ৪টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। এরই মধ্য দিয়ে শুরু হয় ভোটের ফল ঘোষণা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪টি কেন্দ্রের ভোট গণনা শেষ ও ফল ঘোষণা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে ভূগোলে, নৃবিজ্ঞানে, লোক প্রশাসনে, ফার্মেসীে, ফিন্যান্সে, অনুজীব বিজ্ঞানে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে, সিএসই-তে, চারুকলায়,  বায়োকেমিস্টিতে, দর্শনে, প্রাণিবিদ্যায়, মার্কেটিংয়ে ও বোটানি বিভাগের। এখনও ২৫ কেন্দ্রের ভোট গণনা বাকি আছে।

প্রকাশিত ফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১ হাজার ৬৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪২৪ ভোট। ফলে ভিপি পদে মোট ভোটের হিসাবে রাকিব এগিয়ে রয়েছেন ২৪৯ ভোটে।

এদিকে জিএস ও এজিএস পদে মোট ভোটে এগিয়ে রয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ছাত্র শিবিরের জিএস-এ আব্দুল আলিম আরিফ ১৫৮৭, ছাত্রদলের খাদিজাতুল কুবরা ৭৯৩ , এজিএস-এ মাসুদ রানা ১৪৬৬ বি এম আতিকুর রহমান তানজিল ১২৯৭ ভোট পেয়েছেন।

জেএন/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর