জকসুর ১৮ কেন্দ্রের ফল, ভিপিতে এগিয়ে আছে ছাত্রদল
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রদল ও ছাত্রঅধিকার সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান' ও শিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলের ভিপি পদে চলছে হাড্ডা হাড্ডি লড়াই।
আজ বুধবার (৭ জানুয়ারি) বিকাল চারটা পর্যন্ত ১৮ কেন্দ্রের ভোটের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত একেএম রাকিবের তুলনায় ২৫ ভোটে পিছিয়ে আছে।
একেএম রাকিব পেয়েছে ২১৫৪ ভোট ও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছে ২১২৯ ভোট। এদিকে জিএস ও এজিএস পদে মোট ভোটে এগিয়ে রয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ছাত্র শিবিরের জিএস-এ আব্দুল আলিম আরিফ ২৩৬৪, ছাত্রদলের খাদিজাতুল কুবরা ১০৩০ , এজিএস-এ মাসুদ রানা ২১১৭ বি এম আতিকুর রহমান তানজিল ১৭৪৭ ভোট পেয়েছেন।
এর আগে, দুপুর আড়াইটার দিকে ১৪টি কেন্দ্রের ভোট গণনায় ২৪৯ ভোটে এগিয়ে ছিলেন ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ভিপি প্রার্থী একেএম রাকিব।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে জকসু নির্বাচন শুরু হয়ে প্রাথমিকভাবে বিকাল তিনটা পর্যন্ত চলে। এরপর সাড়ে ৩টা পর্যন্ত সময় বাড়ানো হয়। একইসাথে লাইনে দাঁড়িয়ে থাকা সকলের ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। জকসু নির্বাচনের ভোট গণনায় যান্ত্রিক ত্রুটির কারণে ৫ ঘণ্টা স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় প্রথম ফল ৪টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। এরই মধ্য দিয়ে শুরু হয় ভোটের ফল ঘোষণা।
জেএন/আইএইচ

