জকসুর অর্ধেক কেন্দ্রের ফল প্রকাশ, ভিপিতে ৮৮ ভোটে পিছিয়ে শিবির
জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১৭:৫২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এখন পর্যন্ত ২০টি কেন্দ্রের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে মোট ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ভিপি একেএম রাকিব।
আজ বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করে।
প্রকাশিত ফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছে ২৪০৪ ভোট ও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছে ২৩১৬ ভোট। ফলে ভিপি পদে মোট ভোটের হিসাবে রিয়াজুল পিছিয়ে রয়েছেন ৮৮ ভোটে।
এদিকে জিএস ও এজিএস পদে মোট ভোটে এগিয়ে রয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ছাত্র শিবিরের জিএস-এ আব্দুল আলিম আরিফ ২৪৮৭, ছাত্রদলের খাদিজাতুল কুবরা ১১০৪, এজিএস-এ মাসুদ রানা ২২৩৪ বি এম আতিকুর রহমান তানজিল ২০৪১ ভোট পেয়েছেন।
ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব ভূগোলে ৯১৷ নৃবিজ্ঞানে ১১৮, লোক প্রশাসনে ১৩২, ফার্মেসীে ৫৩, ফিন্যান্সে ২৩১, অনুজীব বিজ্ঞানে ৪৬, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ৩৯, সিএসই-তে ৯৪, চারুকলায় ১০৬ বায়োকেমিস্টিতে ৫৭ এবং দর্শনে ১৭৫, প্রাণিবিদ্যায় ১২৮, মার্কেটিংয়ে ১৮৭, বোটানি বিভাগে ২১৬, আইন ও ভূমি প্রশাসনে ১৩৭, সমাজবিজ্ঞানে ১২৯, সমাজকর্মে ১২১, পরিসংখ্যানে ৯৪, গণযোগাযোগ ও সাংবাদিকতা ১২৫ ও সংগীতে ১২৫ ভোট পেয়েছেন।
ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ভূগোলে ১০০, নৃবিজ্ঞানে ১২৮, লোক প্রশাসনে ১২২, ফার্মেসীতে ৭৮, ফিন্যান্সে ১৩৮, অনুজীব বিজ্ঞানে ৮৭, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ৫১, সিএসই-তে ১০৬, চারুকলায় ২১, বায়োকেমিস্টিতে ৮৯, দর্শনে ১১১, প্রাণিবিদ্যায় ১২৮, মার্কেটিংয়ে ২০০ ও বোটানি বিভাগে ৬৫ আইন ও ভূমি প্রশাসনে ১৫২, সমাজবিজ্ঞানে ১৮২, সমাজকর্মে ১৮১, পরিসংখ্যানে ১৯০ গণযোগাযোগ ও সাংবাদিকতা ১৮৩ ও সংগীতে ৪ ভোট পেয়েছেন।
ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী খাদিজাতুল কুবরা ভূগোলে ৪৫, নৃবিজ্ঞানে ৭৩, লোক প্রশাসনে ৬২, ফার্মেসীে ২৬, ফিন্যান্সে ১১৩, অনুজীবে ৩২, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ১৮, সিএসই-তে ৫৩, চারুকলায় ৩৬, বায়োকেমিস্টিতে ৩২, দর্শনে ৮০, প্রাণিবিদ্যায় ৬৮, মার্কেটিংয়ে ৮৬, বোটানি বিভাগে ৬৯, আইন ও ভূমি প্রশাসনে ৩৭, সমাজবিজ্ঞানে ৭৬, সমাজকর্মে ৬৮ ও পরিসংখ্যানে ৫৬ গণযোগাযোগ ও সাংবাদিকতা ২৬ ও সংগীতে ৪৮ ভোট পেয়েছেন।
ছাত্র শিবির সমর্থিত জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ ভূগোলে ৯০, নৃবিজ্ঞানে ১২৩, লোক প্রশাসনে ১২৩, ফার্মেসীতে ৮৩, ফিন্যান্সে ১৬৩, অনুজীব বিজ্ঞানে ৮৫, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ৪৬, সিএসই-তে ১১২, চারুকলায় ১৮, বায়োকেমিস্টিতে ৯৮, দর্শনে১৩৫, প্রাণিবিদ্যায় ১৫৪, মার্কেটিংয়ে ২১৪, বোটানি বিভাগে ১৪৩ আইন ও ভূমি প্রশাসনে ২৩৩, সমাজবিজ্ঞানে ১৯০, সমাজকর্মে ১৬৭ ও পরিসংখ্যানে ১৮৭, গণযোগাযোগ ও সাংবাদিকতা ১২৩ ও সংগীতে ০ ভোট পেয়েছেন।
ছাত্রদল সমর্থিত এজিএস পদপ্রার্থী বি এম আতিকুর রহমান তানজিল ভূগোলে ৪৫, নৃবিজ্ঞানে ১২৬, লোক, প্রশাসনে ১০৬, ফার্মেসীতে ৪৫, ফিন্যান্সে ১৭৮, অনুজীব বিজ্ঞানে ৪০, জেনেটিক ইঞ্জিনিয়ারংয়ে ৩০, সিএসই-তে ৮০, চারুকলায় ৮২, বায়োকেমিস্টিতে ৪২, দর্শনে ১২৪, প্রাণিবিদ্যায় ১০৮, মার্কেটিংয়ে ১৫৩, বোটানি বিভাগে ১৩৮, আইন ও ভূমি প্রশাসনে ১১৯, সমাজবিজ্ঞানে ১১০, সমাজকর্মে ১৩০ ও পরিসংখ্যানে ৯১, গণযোগাযোগ ও সাংবাদিকতা ১১৪ ও সংগীতে ১০৮ ভোট পেয়েছেন।
ছাত্র শিবির সমর্থিত এজিএস পদপ্রার্থী মাসুদ রানা ভূগোলে ৯৮, নৃবিজ্ঞানে ১০২, লোক প্রশাসনে ১৩০, ফার্মেসীতে ৭৮, ফিন্যান্সে ১৬৩, অনুজীব বিজ্ঞানে ৮১, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ৪২, সিএসই-তে ১০৫, চারুকলায় ১২, বায়োকেমিস্টিতে ৯০, দর্শনে ১১৯, প্রাণিবিদ্যায় ১৩১, মার্কেটিংয়ে ১৯৫, বোটানি বিভাগে ১২০, আইন ও ভূমি প্রশাসনে ১৫৬, সমাজবিজ্ঞানে ১৬০, সমাজকর্মে ১৬২ ও পরিসংখ্যানে ১৭৩, গণযোগাযোগ ও সাংবাদিকতা ১৪৬ ও সংগীতে ০ ভোট পেয়েছেন।
প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষনণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হয়। আজ বুধবার সকাল সাড়ে ৭সাতটায় প্রথম ফল ঘোষণা করা হয়। এখনো ২৫ টি কেন্দ্রের ভোট গণনা বাকি রয়েছে।
জেএন/আইএইচ

