Logo

ক্যাম্পাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক ড. নাহিদা বেগম

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১৮:০৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক ড. নাহিদা বেগম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। ৬ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ২৮ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন-২০১৩ এর তফসিল ১৪ (১) অনুযায়ী ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আগের যিনি পরিচালক ছিলেন তিনি বিভিন্ন কারণে ব্যস্ত থাকেন এবং গবেষণায় যুক্ত রয়েছেন। এসব বিবেচনায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ড. নাহিদা বেগমকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।’

ড. নাহিদা বেগম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যোগ্য মনে করে যে দায়িত্ব প্রদান করেছে, তা আমি যথাযথ ও সুন্দরভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। ক্যাম্পাসকে আরও সংগঠিত, সক্রিয় ও অগ্রগতির পথে এগিয়ে নিতে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতা দিয়ে কাজ করে যাব।’

প্রসঙ্গত, এর আগে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর