Logo

ক্যাম্পাস

পবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক মো. জহুরুল হক

Icon

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১৮:১৫

পবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক  মো. জহুরুল হক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. জহুরুল হক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

উপাচার্যের  অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অ:দা:) অধ্যাপক  ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, বর্তমান ডিন অধ্যাপক  ড. মো. দেলোয়ার হোসেনকে অব্যাহতি প্রদানপূর্বক বিধি মোতাবেক কৃষি অনুষদের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে অধ্যাপক মো. জহুরুল হককে ডিন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, ৭ জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। পাশাপাশি কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেছে।

মুশতাক আহমেদ/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর