প্রথম জকসু নির্বাচন
ভিপি-জিএস-এজিএসসহ ১৬ পদে শিবিরের জয়
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫০
ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল জয় লাভ করেছে। নিরঙ্কুশ বিজয় অর্জন করা এই প্যানেলের সহসভাপতি (ভিপি) হয়েছেন মো. রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন আব্দুল আলিম আরিফ। একই সঙ্গে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন মাসুদ রানা।
বুধবার (৭ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সহসভাপতি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৪৬৮৮ ভোট। ভোটের ব্যবধান ৮৭০।
সাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ২০২০ ভোট। ভোটের ব্যবধান ৩৪৫৫।
সহ-সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা পেয়েছেন ৫০২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪০২২ ভোট। ব্যবধান ৯৯৮ ভোট।
এ ছাড়া ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নূরনবী (৫৪০০), শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহিম খলিল (৫৫২৪), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুখীমন খাতুন (৪৪৮৬), স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নূর মোহাম্মদ (৪৪৭০), আইন ও মানবাধিকার সম্পাদক পদে হাবিব মোহাম্মদ ফারুক (৪৬৫৪), আন্তর্জাতিক সম্পাদক পদে নওশীন নাওয়ার জয়া (৪১০৫), ক্রীড়া সম্পাদক পদে জর্জিস আনোয়ার নাঈম (৩৯৬৩) এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান (৩৪৮৬) নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল থেকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ (৫৩৮৫), পরিবহন সম্পাদক পদে মো. মাহিদ হোসেন (৪০২৩) এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব (৪৬৯৮) নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে ছাত্রশিবির সমর্থিত ফাতেমা আক্তার (৩৮৫১), আকিব হাসান (৩৫৮৮), শান্তা আক্তার (৩৫৫৪), আব্দুল্লাহ আল ফারুক (২৯১৭) ও মো. মেহেদী হাসান (৩৪০০) নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ছাত্রদল সমর্থিত মোহাম্মদ সাদমান আমিন (৩৩০৭) এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. জাহিদ হাসান (৩১২৪) নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় সংসদে মোট ভোটার ছিলেন ১৬,৬৪৫ জন। ২১টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১৫৭ জন।
হল সংসদেও শিবির প্যানেলের জয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়েজুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনের একমাত্র কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে হল সংসদের রিটার্নিং অফিসার ও প্রভোস্ট অধ্যাপক ড. আনজুমান আরা উর্মি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রীসংস্থা সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মোছা. জান্নাতুল উম্মি তারিন ৫৫০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ফারজানা আক্তার রিমি পেয়েছেন ২৩৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে ছাত্রীসংস্থা সমর্থিত সুমাইয়া তাবাসসুম পেয়েছেন ৫৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাদিয়া সুলতানা নেলি পেয়েছেন ২৩৬ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ছাত্রীসংস্থা সমর্থিত রেদওয়ানা খাওলা পেয়েছেন ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তাসলিমা জাহান মুন পেয়েছেন ৪০৪ ভোট।
সম্পাদকীয় পদে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাদিয়া আফরোজ (৪৩৩), সংস্কৃতি সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা (৩৪৬), পাঠাগার সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা সামিয়া (৫৩৯), ক্রীড়া সম্পাদক পদে সাবিকুননাহার (৬৩৫), সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ফারজানা আক্তার (৪০৮) এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে খাদিজা খাতুন (৪৮৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে সাবরিনা আক্তার (৬১৪), নওশীন বিনতে আলম (৫৩৪), মোছা. সায়মা খাতুন (৫১৭) ও লস্কর রুবাইয়াত জাহান (৪৮৪) নির্বাচিত হয়েছেন।
নওয়াব ফয়েজুন্নেসা চৌধুরাণী হল সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২৪৭ জন। নির্বাচনে তিনটি প্যানেল অংশ নেয়। ১৩টি পদের বিপরীতে চূড়ান্ত প্রার্থী ছিলেন ৩৩ জন।
এর আগে টানা তৃতীয় দফা পিছিয়ে শিক্ষার্থীদের দাবির মুখে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় জকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে। এদিন ১টি হল ও ৩৮টি বিভাগের মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গ্রহণ সম্পন্ন হয়। পরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ গণনার জন্য ব্যালটগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়।
মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু হওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে সভা করে প্রার্থী, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় প্রায় পাঁচ ঘণ্টা পর পুনরায় গণনা কার্যক্রম শুরু হয়।
ভোটের ফলাফল বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসান বলেন, আমরা অত্যন্ত ফলপ্রসূ ও শান্তিপূর্ণভাবে প্রথম জকসু নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৬ শতাংশ এবং হল সংসদে ৭৭ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। যারা বিজয়ী হয়েছেন এবং যারা হননি— সকলকে অভিনন্দন। সবাই মিলেমিশে জকসুর প্রথম সংসদের কার্যক্রম পরিচালনা করবেন— এই প্রত্যাশা রইল।
জেএন/এমএইচএস

