Logo

ক্যাম্পাস

গবিতে চালু হচ্ছে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত বাস সার্ভিস

কমানো হলো ভাড়া

Icon

গবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ২১:৩১

গবিতে চালু হচ্ছে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত বাস সার্ভিস

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে মানিকগঞ্জ ও চন্দ্রা রুটে বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে প্রতিটি বাসে কমপক্ষে ২০ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্ধারিত রুটে বাস চলাচল শুরু হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী শিক্ষার্থীদের প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থিত পরিবহন শাখা থেকে নির্ধারিত তথ্য-ছক সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণকৃত ফরম আগামী ২৭ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে পরিবহন শাখায় জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এ সময় বিজ্ঞপ্তিতে মানিকগঞ্জ রুটে শিক্ষার্থীদের জন্য পরিমার্জিত ভাড়ার বিস্তারিত তুলে ধরা হয়। ক্যাম্পাস থেকে বাথুলি, নয়াডিঙ্গি ও মানিকগঞ্জ পর্যন্ত যাওয়া আসার মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২০ টাকা। প্রথমবার তিন মাসের অগ্রিমসহ মোট ৩ হাজার ৯৬০ টাকা জমা দিতে হবে। কালামপুর পর্যন্ত যাতায়াতে মাসিক ভাড়া ৮৮০ টাকা এবং ইসলামপুর ও ঢুলিভিটা পর্যন্ত মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৪০ টাকা।

এদিকে চন্দ্রা রুটে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুই স্তরের ভাড়া নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। ক্যাম্পাস থেকে বাড়ইপাড়া ও চন্দ্রা পর্যন্ত যাওয়া আসার মাসিক ভাড়া ৮৮০ টাকা এবং বাইপাইল, শ্রীপুর, জিরানী ও কবিরপুর পর্যন্ত মাসিক ভাড়া ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। উভয় রুটেই প্রথমবার শিক্ষার্থীদের তিন মাসের অগ্রিম ভাড়া জমা দেওয়ার কথা বলা হয়েছে।

এ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হলে বিশেষ প্রয়োজনে রেজিস্ট্রেশনবিহীন শিক্ষার্থীদের জন্য টিকিটের ব্যবস্থা রাখা হবে। এ ক্ষেত্রে ইউসিবি ব্যাংক গণ বিশ্ববিদ্যালয় শাখায় টাকা জমা দিয়ে পরিবহন শাখা থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। ন্যূনতম ১০টি টিকিট সংগ্রহ বাধ্যতামূলক। টিকিট মূল্যে ক্যাম্পাস থেকে মানিকগঞ্জ রুটে যাওয়া অথবা আসার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা এবং চন্দ্রা রুটে ২৫ টাকা।

এ সময় বাস চলাচলের সময়সূচিও জানানো হয়। মানিকগঞ্জ ও চন্দ্রা থেকে বাস সকাল ৮ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছাড়বে এবং বিকেল ৪ টায় ক্যাম্পাস থেকে যাত্রা করবে। তবে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের সম্মতির ভিত্তিতে ছুটির পর বাস ছাড়ার সময় পরিবর্তনের সুযোগ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে যারা পূর্ববর্তী নির্ধারিত হারে ভাড়া জমা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের জমাকৃত অর্থ বর্তমান পরিমার্জিত ভাড়ার সঙ্গে সমন্বয় করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের বিষয়টি বিবেচনায় এনে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। পর্যাপ্ত রেজিস্ট্রেশন পাওয়া গেলে নিয়মিতভাবে বাস সার্ভিস চালু রাখা হবে।

শরিফুল ইসলাম রিফাত/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর