Logo

ক্যাম্পাস

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় জাবিতে যজ্ঞ ও প্রার্থনা সভা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১৫:৫৮

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় জাবিতে যজ্ঞ ও প্রার্থনা সভা

তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যজ্ঞ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এই যজ্ঞ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। এতে আয়োজক সংগঠনের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশেদুল আলম। অনুষ্ঠানের আয়োজন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চঞ্চল কুমার দাস।

অনুষ্ঠানে বক্তব্যে চঞ্চল কুমার দাস বলেন, ‘বেগম খালেদা জিয়া আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে তিনি সকল মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তার বিদেহী আত্মার চিরশান্তি কামনাই আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য।’

এ সময় সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি কনক দাস বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরলোকগমনে আমরা গভীরভাবে শোকাহত। তিনি বিভিন্ন সময়ে নির্যাতিত সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছেন। আমরা শ্রদ্ধাভরে তার অবদান স্মরণ করছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

যজ্ঞ ও প্রার্থনা শেষে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

আমানউল্লাহ খান/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর