Logo

ক্যাম্পাস

জাবি কর্মচারী ইউনিয়নের সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক নাজমুল

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১৬:০৭

জাবি কর্মচারী ইউনিয়নের সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক নাজমুল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নাজমুল আহসান বেপারী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে মো. মনিরুজ্জামান এবং সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল হালিম নির্বাচিত হন।

এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন কোষাধ্যক্ষ মামুন হোসেন, সাংগঠনিক ও সমাজকল্যাণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও মিলনায়তন সম্পাদক মো. জসীম চৌধুরী এবং মহিলা সম্পাদক মাছুমা আক্তার।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইয়াছিন আরাফাত, মো. আব্দুর রহমান, মো. আমির হোসেন সাব্বির, মো. জহির হোসেন খান, মো. মেহেদী হাসান রাজা ও সুজন সিকদার।

নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নবনির্বাচিত নেতৃবৃন্দ কর্মচারীদের অধিকার, কল্যাণ এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আমানউল্লাহ খান/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর