পবিপ্রবি উপ-উপাচার্যের বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়ার কবর জিয়ারত
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৭:১৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এ কর্মসূচি পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ত্যাগের কোনো তুলনা নেই। তিনি আজীবন আপসহীনভাবে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন। তার অনুসৃত পথ ধরেই দেশ আজ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের গণতন্ত্র নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মাতা’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের স্বার্থে তিনি নিজের সবকিছু উৎসর্গ করেছেন, কারাবরণ করেছেন এবং গুরুতর অসুস্থতার মধ্যেও দেশের বাইরে যাননি। তিনি বলতেন, এই দেশের মাটিই আমার একমাত্র ঠিকানা।’
উল্লেখ্য, কবর জিয়ারতকালে পবিপ্রবির বিভিন্ন অনুষদের বিএনপিপন্থী শিক্ষকগণ প্রো-ভিসির সঙ্গে উপস্থিত ছিলেন।
মুশতাক আহমেদ/এসএসকে/

