Logo

ক্যাম্পাস

পবিপ্রবিতে উদ্বোধন হলো চ্যাম্পিয়ন্স প্রিমিয়ার লিগ সিজন ওয়ান

Icon

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৭:২৫

পবিপ্রবিতে উদ্বোধন হলো চ্যাম্পিয়ন্স প্রিমিয়ার লিগ সিজন ওয়ান

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের উদ্যোগে আয়োজিত চ্যাম্পিয়ন্স প্রিমিয়ার লিগ অব বিসিএমজে হল সিজন ওয়ান এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রফি উন্মোচন করা হয়।

‎শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের খেলার মাঠে খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইদুর রহমান। এ সময় বিভিন্ন দলের খেলোয়াড়, টিম ম্যানেজার এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

‎উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে ২০২৩–২৪ সেশনের একজন শিক্ষার্থী বলেন,‎ ‘এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

‎টুর্নামেন্টের বিষয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান বলেন, ‘হল ক্রিকেট টুর্নামেন্ট শিক্ষার্থীদের নেতৃত্ব, দলগত কাজ এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করতে সহায়ক। আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সক্রিয় থাকুক।’‎

‎উদ্বোধনী ম্যাচে টিম চেরনোবিল সাত উইকেটে টিম ফেরোসিয়াসকে পরাজিত করে জয়লাভ করে। ম্যাচটি দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

মুশতাক আহমেদ/এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর