শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপের দাবিতে শিক্ষার্থীরা অনড়
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৯:৪৯
ইন্টার্নশিপে অংশ নেওয়ার দাবিতে অনড় রয়েছেন শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক ও শিক্ষার্থীরা।
ইন্টার্নশিপে অংশ নেওয়ার দাবিতে অনড় রয়েছেন শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক ও শিক্ষার্থীরা। দাবির প্রতি গুরুত্ব না দিলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে কলেজ সংলগ্ন সড়কে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীরা জানান, ফাইনাল পেশাগত এমবিবিএস মে-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ ৮৩ জন নব্য চিকিৎসক চার মাস পার হয়ে গেলেও ইন্টার্নশিপ শুরু করতে পারছেন না। তারা বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর সিদ্ধান্তকে বৈষম্যমূলক আখ্যায়িত করেছেন। একই শিক্ষাবর্ষের অন্যান্য মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা ইতোমধ্যে ইন্টার্নশিপ শুরু করলেও তাদের ক্ষেত্রে ব্যতিক্রম করা হচ্ছে। শিক্ষার্থীরা সতর্ক করেছেন, দ্রুততম সময়ে ইন্টার্নশিপ কার্যক্রম শুরু না হলে আন্দোলন জোরদার হবে।
কলেজের চিকিৎসকরাও দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তারা বলেন, সব একাডেমিক শর্ত পূরণ হওয়ার পরও ইন্টার্নশিপ বন্ধ রাখা হয়েছে, যা চরম বৈষম্যমূলক।
জানা গেছে, শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ কেন্দ্র থেকে ফাইনাল পেশাগত এমবিবিএস মে-২০২৫ পরীক্ষার ফলাফল ১১ সেপ্টেম্বর প্রকাশিত হয়। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ৮৩ জন উত্তীর্ণ চিকিৎসক এখনো ইন্টার্নশিপ প্রশিক্ষণে যোগ দিতে পারেননি। ফল প্রকাশের পরও সাময়িক রেজিস্ট্রেশন না পাওয়ায় তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
তারা জানান, গত ৬ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে দেশের অন্যান্য ১৩টি মেডিকেল কলেজের স্বীকৃতি ও সদ্য এমবিবিএস পাসকৃত চিকিৎসকদের ইন্টার্নশিপের অনুমতি দেওয়া হলেও শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ক্ষেত্রে তা দেওয়া হয়নি। সব ধরনের একাডেমিক ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন থাকা সত্ত্বেও ৮৩ জন নব্য চিকিৎসকের ইন্টার্নশিপ শুরু না হওয়ার বিষয়টি তারা অমানবিক ও বৈষম্যমূলক বলছেন।
শহীদ মনসুর আলী ট্রাস্টের আওতাধীন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ একটি অরাজনৈতিক, অলাভজনক ও দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান। গত তিন দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি দেশের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ কলেজে বর্তমানে দেশি-বিদেশি শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন।
এমবি

