Logo

ক্যাম্পাস

ইবি ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ, সেক্রেটারি রাফি

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:৪৩

ইবি ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ, সেক্রেটারি রাফি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউসুফ আলী এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রাশেদুল ইসলাম রাফি। ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইউসুফ আলী এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আল-ফিকাহ্ অ্যান্ড ল’ বিভাগের রাশেদুল ইসলাম রাফি। 

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জাকারিয়া হোসাইন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী একটি মিলনায়তনে শাখার সদস্যদের নিয়ে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। শাখা ছাত্রশিবিরের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

সমাবেশের সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রঅধিকার সম্পাদক আমিরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফাজায়েল, দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজোয়ান, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী এবং ফাইন আর্ট বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান।

নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী বলেন, রবের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব আমানত হিসেবে গ্রহণ করছি। সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, দায়িত্ববোধ ও জবাবদিহির মানসিকতা নিয়ে অগ্রসর হওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের ক্যাম্পাসকে একটি ইনসাফভিত্তিক, নৈতিকতা-সমৃদ্ধ, শিক্ষাবান্ধব ও নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতে, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, সহাবস্থান এবং শালীন সংস্কৃতি প্রতিষ্ঠায় আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই। মত ও পথের ভিন্নতা থাকা সত্ত্বেও সকল ছাত্রসংগঠন, শিক্ষক এবং প্রশাসনের সঙ্গে গঠনমূলক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর