নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববিদ্যা গবেষণাপত্রের নবম সংখ্যা প্রকাশ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ২০:৪১
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের উদ্যোগে প্রকাশিত শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক গবেষণা সাময়িকী মানববিদ্যা গবেষণাপত্রের নবম সংখ্যা প্রকাশিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সংখ্যার মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য বলেন, কলা অনুষদের মানববিদ্যা গবেষণাপত্র শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চাভিত্তিক গবেষণার ক্ষেত্রে একটি মানসম্মত ও গুরুত্বপূর্ণ প্রকাশনা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গবেষণার গুণগত মান বজায় রেখে নিয়মিত এ ধরনের গবেষণাপত্র প্রকাশ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, মানববিদ্যা গবেষণাপত্র’র নবম সংখ্যার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ ইমদাদুল হুদা। নির্বাহী সম্পাদক হিসেবে ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। তাদের তত্ত্বাবধানে প্রকাশিত এবারের সংখ্যায় মোট ৩০ জন গবেষকের ২৮টি প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে। প্রবন্ধগুলো শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ভাষা, নাট্যকলা ও মানববিদ্যার বিভিন্ন শাখার গবেষণাভিত্তিক আলোচনা তুলে ধরেছে।
সম্পাদকীয় সূত্রে জানা যায়, এবারের সংখ্যায় অন্তর্ভুক্ত প্রবন্ধগুলো সমকালীন গবেষণার পাশাপাশি ঐতিহ্য, ইতিহাস ও তাত্ত্বিক বিশ্লেষণকে গুরুত্ব দিয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের অংশগ্রহণ এই প্রকাশনাকে আরও বৈচিত্র্যময় করেছে। গবেষণাপত্রের প্রতিটি লেখা নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে সম্পাদনা ও পর্যালোচনার মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে বলেও সম্পাদকমণ্ডলী জানিয়েছেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমদ শাকিল হাসমী, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীনসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ। তারা প্রকাশনাটির ধারাবাহিকতা রক্ষা এবং ভবিষ্যতে আরও গবেষণাভিত্তিক কাজ অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান কার্যক্রমের পাশাপাশি গবেষণা ও প্রকাশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানববিদ্যা গবেষণাপত্র সেই লক্ষ্য পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বিশেষ করে মানববিদ্যা ও সংস্কৃতিবিষয়ক গবেষণার জন্য এ ধরনের প্ল্যাটফর্ম নতুন গবেষকদের উৎসাহিত করে এবং জ্ঞানচর্চার পরিসর বাড়ায়।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই গবেষণা ও একাডেমিক প্রকাশনায় গুরুত্ব দিয়ে আসছে। কলা অনুষদের মানববিদ্যা গবেষণাপত্র তারই ধারাবাহিক ফল। নিয়মিত প্রকাশের মাধ্যমে এই গবেষণাপত্র দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে একটি গ্রহণযোগ্য সাময়িকী হিসেবে জায়গা করে নিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মো. সাইফুল ইসলাম/এসএসকে/

