Logo

ক্যাম্পাস

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে ইউট্যাব পবিপ্রবির শুভেচ্ছা

Icon

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ২০:৫০

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে ইউট্যাব পবিপ্রবির শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিট।

১১ জানুয়ারি, যৌথস্বাক্ষরিত এক বিবৃতিতে ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক ড. এস এম হেমায়েত জাহান বলেন, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্বে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার নেতৃত্বে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা, গবেষণা ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় একটি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ অপরিহার্য। শিক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠন, কৃষি, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন এবং অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তায় ভবিষ্যতে যথাযথ গুরুত্ব দেওয়া হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ইউট্যাব পবিপ্রবি ইউনিট তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও জাতির কল্যাণে দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করে।

মুশতাক আহমেদ/এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর