Logo

ক্যাম্পাস

সড়ক দুর্ঘটনায় গোবিপ্রবির সহকারী অধ্যাপক আহত

Icon

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ২১:০০

সড়ক দুর্ঘটনায় গোবিপ্রবির সহকারী অধ্যাপক আহত

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেন। গতকাল শনিবার( ১০ জানুয়ারি) আনুমানিক রাত ১১.৩০ এর দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি আছেন।

জানা যায়, ঢাকার ধানমন্ডির দিকে রিকশায় যাতায়াতের সময় পেছন থেকে একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন। সর্বশেষ তথ্য মোতাবেক তিনি আশঙ্কামুক্ত আছেন

এ বিষয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সানজিদা হক মিশু বলেন, ‘আহত শিক্ষকের মা জানিয়েছেন, রিকশায় যাতায়াতের সময় পেছন থেকে একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। জয়নব বিনতে ম্যাম সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।’

তার দ্রুত সুস্থতা কামনায় বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

রাসেল/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গোবিপ্রবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর