Logo

ক্যাম্পাস

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বাঁধনের নবীন বরণ অনুষ্ঠিত

Icon

‎পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৯:২১

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বাঁধনের নবীন বরণ অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিটের আয়োজনে বরিশাল ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫  অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম অনুষদীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ক্যাম্পাসের সহকারী প্রক্টর প্রফেসর ড. আলী আজগর।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁধন পবিপ্রবি ইউনিট (বরিশাল ক্যাম্পাস) এর ক্যাম্পাস প্রতিনিধি আকিদুল তন্ময়, আহ্বায়ক আব্দুল বাতেন, সদস্য সচিব জাওয়াদুল ইসলাম জামিন, সুলতানা রাজিয়া হল প্রতিনিধি নাবিয়া ইসলাম, সদস্য সচিব জীন্নুরাইন আকতার মীম, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের সদস্য সচিব মাহফুজুল হামিদসহ ক্যাম্পাস ও হলের অন্যান্য সদস্য, বাঁধনের কর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে আল মামুন বলেন, ‘বাঁধনের সঙ্গে যুক্ত হওয়া মানে মানবিক দায়িত্ব গ্রহণ করা। রক্তদানের মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচানো যায়, এমন একটি মহৎ কাজে অংশ নিতে পেরে আমি আনন্দিত।’

‎অন্য এক নবীন শিক্ষার্থী মেরিন দেওয়ান তার বক্তব্যে বলেন, ‘শিক্ষাজীবনের শুরুতেই বাঁধনের মতো একটি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য গর্বের বিষয়। আগামীতেও সংগঠনের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক সব কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার অঙ্গীকার করছি।’

‎সদস্য সচিব জাওয়াদুল ইসলাম জামিন তার বক্তব্যে বলেন, ‘বাঁধন সবসময় মানবতার পক্ষে কাজ করে এসেছে। নতুন সদস্যদের মাধ্যমে এই কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং জরুরি সময়ে রক্তের সংকট মোকাবিলায় বাঁধন অগ্রণী ভূমিকা রাখবে।’

‎বিশেষ অতিথি প্রফেসর ড. আলী আজগর বলেন, ‘রক্তদানের মতো একটি মহৎ ও মানবিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক।’ তিনি বাঁধনের নিয়মিত ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকার আহ্বান জানান। 

‎সমাপনী বক্তব্যে ক্যাম্পাস প্রতিনিধি আকিদুল তন্ময় বলেন, ‘বাঁধন শুধু একটি সংগঠন নয়, এটি একটি মানবিক আন্দোলন। আমি আশা করি তোমরা যারা নবীন তোমাদের হাত ধরেই ভবিষ্যতে বাঁধনের পথচলা আরও বিস্তৃত ও গতিশীল হবে।’

‎পরিশেষে নবীন সদস্যদের উপহার ও শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

মুশতাক আহমেদ/এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর