ডিআইইউতে ‘আজকের পত্রিকা পাঠকবন্ধু’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ডিআইইউ প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৭:৫৭
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে পাথেয় করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসে 'আজকের পত্রিকা পাঠকবন্ধু'র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) আজকের পত্রিকার পাঠক ফোরাম পাঠকবন্ধুর আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শাহ আলম চৌধুরী বলেন, 'শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে থাকা পরিচ্ছন্নতা কর্মীদের পাশে দাঁড়ানো আমাদের কেবল সহায়তা নয়, বরং একটি বড় মানবিক দায়িত্ব।'
সংগঠনের সভাপতি আব্দুল আল নোমান বলেন, 'নতুন কমিটির লক্ষ্যই হলো পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা।'
উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে পরিচ্ছন্নতা কর্মী নাজরিন বলেন, 'আমাদের কষ্টের কথা মনে রেখে এই শীতবস্ত্র দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত এবং পাঠকবন্ধুর এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা করি।'
আজকের পত্রিকার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ডিআইইউ পাঠকবন্ধু শাখার উপদেষ্টা, উপদেষ্টাবৃন্দ, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক মেহেদী হাসান, প্রভাষক সানজিদা আফরোজ, সমন্বিত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক তানজিল কাজীসহ পাঠকবন্ধুর নতুন কমিটির সভাপতি আব্দুল আল নোমান, সাধারণ সম্পাদক নাইমুর রহমান ইমন, সাবেক সভাপতি মুজাহিদ আল রিফাত, সাবেক ক্যাম্পাস ব্র্যান্ড অ্যাম্বাসাডর মেহেদী হাসান, শাহরিয়ার হক আসাদ, সানাউল্লাহ এবং সংগঠনের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানটি সমাজ সচেতনতা ও নৈতিকতা প্রসারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
তানজিল কাজী/এসএসকে

