সাজিদ হত্যার বিচারের দাবিতে ফের ইবি শিক্ষার্থীদের কর্মসূচি
ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৪:৪২
ছবি : বাংলাদেশের খবর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত ছিলেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘জাস্টিস ফর সাজিদ’, ‘হত্যার ১৮৬তম দিন আজ, আর কত অপেক্ষা?’, ‘সাজিদ ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘প্রশাসনের হেলাফেলা মানি না, মানবো না’, ‘কার ভয়ে প্রশাসন চুপ?’ ইত্যাদি।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ে গিয়ে হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ বিষয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আশ্বস্ত করেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে সাজিদ হত্যা মামলার অগ্রগতির বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে।
শাহরীয়ার স্বাধীন/এআরএস

