Logo

ক্যাম্পাস

পবিপ্রবির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে ড. এবিএম সাইফুলের বিবৃতি

Icon

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭

পবিপ্রবির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে ড. এবিএম সাইফুলের বিবৃতি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্যের এক বক্তব্যে তথ্য বিকৃতির অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম।

তিনি জানান, গত ১৮ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে অধ্যাপক পদে পদোন্নতি নিয়ে উপ-উপাচার্যের যে মন্তব্য তুলে ধরা হয়েছে, তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

ড. সাইফুল ইসলামের দাবি, সহযোগী অধ্যাপক হিসেবে তার শিক্ষকতার অভিজ্ঞতা চার মাস— এমন বক্তব্য সম্পূর্ণ অসত্য। বাস্তবে তার মোট শিক্ষকতার অভিজ্ঞতা ১১ বছরের বেশি।

তিনি আরও বলেন, সুপারিশ থাকা সত্ত্বেও ৫৭তম রিজেন্ট বোর্ডে তার পদোন্নতি অনুমোদন দেওয়া হয়নি। পরবর্তীতে তার অভিজ্ঞতা নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


উপাচার্যের বক্তব্য প্রত্যাহার ও সংশোধনের দাবি জানিয়ে ড. সাইফুল ইসলাম বলেন, এ ধরনের মন্তব্য বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।


প্রিতম/এস‌এসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর