Logo

ক্যাম্পাস

ইউজিসির ‘ফরমেটে’ হবে নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের গঠনতন্ত্র

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ২২:২৫

ইউজিসির ‘ফরমেটে’ হবে নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের গঠনতন্ত্র

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (নাকসু) গঠনতন্ত্র চূড়ান্ত করতে তোড়জোড় শুরু হয়েছে। গঠনতন্ত্রের খসড়া পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ৩ থেকে ৪ কর্মদিবসের মধ্যে তা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত গঠনতন্ত্র চূড়ান্তকরণ কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

সভা সূত্রে জানা যায়, ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠনতন্ত্রটি দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতির (বিশ্ববিদ্যালয়ের আচার্য) দপ্তরে পাঠানোর নির্দেশনা রয়েছে। এরই প্রেক্ষিতে সোমবারের সভায় ইউজিসির পক্ষ থেকে গঠনতন্ত্রের একটি নির্দিষ্ট কাঠামো (ফরমেট) বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এই কাঠামোর আলোকেই বর্তমান খসড়াটি পরিমার্জন করার নির্দেশ দিয়েছে কমিশন।

সভার সিদ্ধান্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম বলেন, ‘ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের যৌথ সভায় গঠনতন্ত্রের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খসড়াটি যাচাই-বাছাই করে একটি পরিমার্জিত রূপরেখা দাঁড় করানো হয়েছে। ইউজিসির দেওয়া ফরম্যাট মেনে আগামী ৩-৪ দিনের মধ্যেই আমরা চূড়ান্ত গঠনতন্ত্র জমা দেব।’

গঠনতন্ত্র চূড়ান্তকরণে গঠিত বিশেষ এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং সদস্যসচিব হিসেবে আছেন জ্যেষ্ঠ সহকারী সচিব (লিগ্যাল) শেখ আনিসুজ্জামান।

কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান এবং উপ-সচিব (লিগ্যাল) রোজিনা খান। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান ও ছাত্র উপদেষ্টা ড. মো. আশরাফুল আলম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ছাত্র সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর