পবিপ্রবির ‘টিম ব্রেনিয়াক্স’ বাকৃবি বিজনেস কম্পিটিশনের রানার্সআপ
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৬:৩৩
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ব্রেনিয়াক্স (Brainiacs) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিজনেস আইডিয়া কম্পিটিশনে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ব্রেনিয়াক্স (Brainiacs) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিজনেস আইডিয়া কম্পিটিশনে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
প্রতিযোগিতায় দেশজুড়ে ৫২টি বিশ্ববিদ্যালয় থেকে ২১২টি দল অংশ নেয়। চারটি ধাপে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত পর্বে পাঁচটি দলকে পুরস্কৃত করা হয়।
চূড়ান্ত পাঁচে স্থান পাওয়া অন্য দলগুলো হলো- বাংলাদেশ আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়।
টিম ব্রেনিয়াক্সের সদস্যরা হলেন- পবিপ্রবির কৃষি অনুষদের শিক্ষার্থী নাফিস উদ্দিন ও অর্ণব সমাদ্দার এবং সিএসই অনুষদের শিক্ষার্থী উদিতা সরকার চন্দ্রবিন্দু। টিম ব্রেনিয়াক্স এর আগেও বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে।
টিমের অন্যতম সদস্য নাফিস উদ্দিন বলেন, ‘অন্যান্য প্রতিযোগিতার তুলনায় এটি আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবুও আমরা এক বছর ধরে সব ধাপ অতিক্রম করে এটি সফলভাবে শেষ করতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা পেলে আমরা আমাদের আইডিয়াকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারব।’
মুশতাক আহমেদ/এমবি

