Logo

ক্যাম্পাস

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস অ্যাক্টিভেশন সম্পন্ন

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৯:১১

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস অ্যাক্টিভেশন সম্পন্ন

যুবসমাজের ক্যারিয়ার উন্নয়ন ও কর্মসংস্থানের প্রস্তুতিকে এগিয়ে নিতে ‘Excellence Bangladesh এবং Nextjobz’-এর যৌথ উদ্যোগে ‘NextStep to Career’-এর প্রথম ক্যাম্পাস অ্যাক্টিভেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও নবীন পেশাজীবীদের জন্য বাস্তবভিত্তিক ক্যারিয়ার দিকনির্দেশনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজার, প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও থট লিডাররা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ক্যারিয়ার গঠনের বাস্তব চিত্র শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানতে পারেন, কীভাবে একাডেমিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে মিলিয়ে নিজেকে একজন দক্ষ ও প্রতিযোগিতামূলক প্রার্থী হিসেবে গড়ে তোলা যায়। এ সময় আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারিয়ার পরিকল্পনা করার নানা কৌশলও তুলে ধরা হয়।

Excellence Bangladesh এবং Nextjobz জানায়, শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যকার ব্যবধান কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ‘NextStep to Career’ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন ক্যাম্পাসে তরুণদের জন্য ভবিষ্যতেও এমন ক্যারিয়ারভিত্তিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

দক্ষ, আত্মবিশ্বাসী এবং ভবিষ্যৎ কর্মশক্তি গড়ে তোলার প্রত্যয়ে এই ক্যাম্পাস অ্যাক্টিভেশনের সফল সমাপ্তি ঘটে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর